বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পিরোজপুরে বিদ্যালয়ের সীমানা প্রাচীর গেটসহ অভ্যান্তরীণ রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে বিদ্যালয়ের সীমানা প্রাচীর গেটসহ অভ্যান্তরীণ রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন 

পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন করার জন্য গেট রাস্তার নির্মাণ সীমানা প্রাচীর পুনর্নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহেদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন।

এ সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন, আমি চেষ্টা করেছি আপনাদের খেদমত করার জন্য। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণসহ এ জেলায় শিক্ষা খাতে ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আমূল পরিবর্তন আনার চেষ্টা করেছি। 

উদ্বোধন শেষে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও সকল কর্মচারী নিয়ে বালক উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন সকল কাজ পরিদর্শন করেন এবং গেট রাস্তার নির্মাণ  কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম সম্পর্কে জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান বলেন, নির্বাহী প্রকৌশলী  মো. জহিরুল ইসলাম সাহেব যোগদান করার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজগুলো যেভাবে শুরু করছেন তাতে জেলা প্রশাসন সন্তুষ্ট।

টিএইচ